এই মুহূর্তে জেলা

চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র উদ্ধার খানাকুলে।


হুগলি, ১ অক্টোবর:- আবারো সাফল্য পুলিশের। এবার উদ্ধার চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র।পুলিশ সূত্রে জানা গেছে খানাকুল থানার অন্তর্গত চালতাপুর গ্রামের বাসিন্দা বীরেশ্বর পাত্র পেশায় দোকানদার। খানাকুল বাসস্ট্যান্ডে তার একটি মুদিখানার দোকান রয়েছে। গত ২০শে আগস্ট প্রতিদিনের মতো রাত দশটায় তার মুদিখানার দোকানটি বন্ধ করে তিনি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ অনন্ত নগরের কাছে মোটরসাইকেল করে কিছু দুষ্কৃতী তার ওপর হামলা করে এবং প্রথমেই সাইকেল থেকে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় ও তারপর তার গলায় থাকা আনুমানিক ৬০ গ্রামের সোনার চেনটি কেড়ে নেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বীরেশ্বর বাবু যথারীতি খানাকুল থানায় বিষয়টি জানান এবং তার অভিযোগের ভিত্তিতে খানাকুল থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

গোপন সূত্র মারফত খবর পেয়ে গত ২৮শে সেপ্টেম্বর রাতে খানাকুল থানা দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে এবং তাদের কাছ থেকে বীরেশ্বর বাবুর চুরি যাওয়া হারটি উদ্ধার হয়। একই সাথে যে বাইকে করে তারা ক্রাইম করেছিল সে বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি দেশি পাইপ গান উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া মেনে বীরেশ্বর বাবুর চুরি যাওয়া হার, তাঁর হাতে তুলে দেওয়া হবে।