এই মুহূর্তে জেলা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ ওগড়ালেন চাঁপদানির বিধায়ক।


হুগলি, ৩০ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের টাকা ও বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রের মোদী সরকার আটকে রেখেছে বলে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক শাখার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁই। প্রায় ২ কোটি ৬৫ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। টাকা আদায়ের জন্য দিল্লীতে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি আগেই কেন্দ্র কে চিঠি দিয়ে জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সেই মতো অগ্রিম টাকা দিয়ে ট্রেন বুকিং করার পরেও পরিকল্পিত ভাবে ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ছাড়া দলীয় কর্মসূচি কে ঘিরে দিল্লীতে এক লক্ষ মানুষের জন্য অস্থায়ী শিবির ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী গিরীরাজ সিংয়ের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির কথা জানিয়ে চিঠি দেওয়া হলেও কেন্দ্রের মোদী সরকার অনুমতি দেয়নি। কিন্তু বাংলার খেটে খাওয়া বঞ্চিত এই সমস্ত মানুষের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছেন তাতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ভয় পেয়েছে।