হুগলি, ২৯ সেপ্টেম্বর:- ফের ডানকুনিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডানকুনির মোল্লাবেড়ে দিল্লি রোডের পাশে একটি কার্টুনের গোডাউনে আগুন লাগে আজ ভোরে। খবর পেয়ে প্রথমে ডানকুনি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডানকুনি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এম রহমান জানান, ভোরে ফায়ার কল পেয়ে তারা আসেন।