এই মুহূর্তে কলকাতা

বিজেপির ভার্চুয়াল জনসম্পর্ক ঘিরে তৃণমূলের কটাক্ষের জবাব দিলেন রাজ্য ‌মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল।

কলকাতা,মহুয়া চক্রবর্তী চৌধূরী, ৯ জুন:- বিজেপির ভার্চুয়াল জনসম্পর্ক রালি নিয়ে প্রথমে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টুইট আর তার পরেই অরূপ বিশ্বাসের সাংবাদিক সম্মেলন । দুই ক্ষেত্রেই আক্রমণের বিষয় এক বিজেপি এই কঠিন সময়ে ভোটের রাজনীতি করছেন। বাংলার মানুষ কে ভুল বোঝাচ্ছেন । এই কথারই জবাব দিলেন রাজ্য বিজেপি নেত্রী ও মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন “আসলে ওনাদের ই তো সুযোগ করে দিলাম। ওনারা তো এর আগে ও মিটিং করার অনুমতি দিতেন না । আর তাছাড়া কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমরা তো জন সংযোগ করেছি মাত্র । মানুষ কে তো সব জানাতে হবে।

আপনারা তো ত্রাণ দিতেও আটকান। নিজেরাও চাল চুরি করেন, ত্রিপলও গায়েব হয়ে যাচ্ছে। আড়াই মাসে রাজ্য সরকার কিছুই করেনি । আমপান বিধ্বস্ত মানুষকে সাহায্য করেননি।’ এখন বাংলা মানুষ বুঝছে এর জবাব ও দেবে । অন্যদিকে তাঁকে অরুপ বিশ্বাসের সাংবাদিক সম্মেলন‌ করা নিয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পল বলেন মুখ্যমন্ত্রী একাই ফুটেজ খান । গোটা আড়াই মাস ধরে মিডিয়ায় শুধু তার প্রচারই দেখা গেছে । ত্রাণ দিতে গিয়ে সামাজিক দুরত্ব না মেনেই ২০০ জনকে ঘেঁষাঘেঁষি করে ছবি তুলতে দেখা গেছে। সর্বত্র ভারতীয় জনতা পার্টি কে আটকানো হয়েছে। আজ নিশ্চয়ই বিশেষ দরকার পরেছে তাই আবার অরুপ বিশ্বাসকে সাংবাদিক সম্মেলন করতে দেখা গেছে।