এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে নবী দিবসে পালিত হল শ্রদ্ধা সহকারে।

তরুণ মুখোপাধ্যায়, ২৮ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার সকাল থেকে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস ।ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ এর জন্মদিন উপলক্ষে এদিন বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান হচ্ছে। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করছে নানা জায়গায়। বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়াডে ধর্মপ্রাণ মুসলমানরা সকালবেলা বিশাল মিছিল সহকারে সারা শহর পরিক্রমা করেন। এদিনের এই অনুষ্ঠানে মুসলিম ধর্মালম্বীরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা চেয়ারম্যান ইন কাউন্সিল এবং হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ এই মিছিলে শামিল হন তিনি বলেন আজকে এই দিনটি হযরত মুহাম্মদের জন্মদিন আজকের দিনে সারা পৃথিবীর মানুষের কাছে শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার হচ্ছে, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ যেন সুখে শান্তিতে বাস করতে পারেন এবং পৃথিবী যাতে মধুময় হয়ে ওঠে এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করছি বৈদ্যবাটি ছাড়াও এদিনের এই পূর্ণ দিনটি জেলার আরামবাগ পান্ডুয়া চাপদানি ভদ্রেশ্বর রিসরা চন্ডীতলা ধনেখালি সহ সর্বত্র শ্রদ্ধা সহকারে পালিত হয়।