এই মুহূর্তে জেলা

ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হুগলির যুবকের।

হুগলি, ২৬ সেপ্টেম্বর:- ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত যুবক। খুনের অভিযোগ পরিবারের। কিছুদিন আগে বন্ধুদের সাথে জম্মুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন কোন্নগর কানাইপুর রায়পাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ দাস(২৩)। কিন্তু হটাৎ জম্মু থেকে সুরজিৎ দাসের মৃত্যু সংবাদ পৌঁছায় তার পরিবারের কাছে। পরিবারের অভিযোগ তাদের ছেলেকে খুন করা হয়েছে। সুরজিৎ এর পরিবার এর তরফ থেকে জানা গেছে জম্মুর রমবান জেলার বানিহাল এলাকায় কাজে গিয়েছিলেন সুরজিৎ। তার তিন সঙ্গী বন্ধুর বাড়ি কোন্নগরের চটকল এলাকায়। সুরজিৎ এর পরিবারের দাবি তার বন্ধুদের কথায় অসঙ্গতি রয়েছে। প্রথমে সুরজিতের বন্ধুরা জানিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরজিৎ দাসের।

পড়ে আবার এক বন্ধু জানায় তারা কিছু করেনি সিড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুরজিৎ এর। মৃতদেহ তড়িঘড়ি ময়নাতদন্ত করে বাড়ি পাঠিয়ে দিতে চাইছে ঠিকাদার। আর এতেই পরিবারের সন্দেহ বাড়ে। সুরজিৎ এর মা সুলতা দাস বলেন ছেলের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়ে থাকতে পারে। আমরা সেখানে পৌঁছালে তবেই যেনো দেহ ময়নাতদন্ত করা হয়। সুরজিৎ এর পরিবারের আরো বলেন জম্মুতে তারা গিয়ে পৌঁছে প্রয়োজনে সেখানের স্থানীয় থানায় অভিযোগ জানাবেন।সুরজিৎ এর তিন বন্ধুকে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চই আসল সত্য সামনে আসবে। সুরজিৎ এর মা আরো বলেন,

সামনেই দুর্গাপুজো এই সময় ছেলেকে বাইরে কাজে যেতে বারণ করেছিলেন। কিন্তু ছেলে বলেছিল কাজে গেলে টাকাও আসবে আর বাইরে ঘোরাও হবে। কাজে যাওয়ার পর প্রত্যেকদিন ছেলের সাথে কথা হতো। শেষ কথা হয়েছিল রবিবার। এরপর সোমবার আসে মৃত্যু সংবাদ। আর সেই খবর পেয়েই সুরজিৎ এর পরিবার উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়িতে বিষয়টি জানান। পুলিশ সূত্রে খবর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।জম্মুতে যেখানে সুরজিৎ এর দেহ আছে সেখানেও স্থানীয় থানায় সুরজিৎ এর পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে।