হুগলি ,১৫ নভেম্বর:- রিষড়ায় জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজ একটি গাইড ম্যাপ উদ্বোধন করা হলো। এর উদ্বোধন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। রিশরা থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিসিপি জানালেন রিষড়ায় এবছর ১০০র উপর পুজো হচ্ছে এত বড় একটা অনুষ্ঠান যার জন্য পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে আজকে একটি গাইড ম্যাপ উদ্বোধন করা হলো এ ছাড়াও পুজোর এই কটা দিন এখানকার আইন-শৃঙ্খলা দেখার জন্য পুলিশের পক্ষ থেকে চারজন এসপি ব্যাংকের অফিসার ৪ জন অ্যাডিশনাল এসপি ব্যাংকের অফিসার ৮ জন ইন্সপেক্টর ৫৫০ জন অফিসার এবং ফোর্স মোতায়েন করা হবে।
এর সঙ্গে সঙ্গে আটটি মোটরসাইকেল মনিটরিং টিম দুটি আরটি এবং আরো দু’টি মোবাইল টিম থাকবে। এর সঙ্গে সঙ্গে এখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ৪০০টি সিসিটিভি সাহায্যে ২৪ ঘন্টা মনিটরিং চলবে এছাড়াও ৪৭ পিকেট থাকবে। সেখানে অফিসার ফোর্স এছাড়াও ড্রোনের সাহায্যে পুরো রিষড়ার চিত্রটা কন্ট্রোলরুম থেকে দেখা হবে। বেলা দুটোর পর থেকে রিষড়া শহরের ভিতরে কোন যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, এবং আগামী ১৭ তারিখে বিসর্জন পর্ব অনুষ্ঠিত হবে এবং সেখানেও পুলিশের পক্ষ থেকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হবে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট এসিপি এস সরকার এবং রিষড়া থানার থানার আধিকারিক রাসেল পারভেজ খান।