হুগলি, ২৬ সেপ্টেম্বর:- ব্যন্ডেলে গ্রেপ্তার হাওড়ার দুই দুষ্কৃতী। মধ্য রাতে শোরুমের শাটার ভেঙে ডাকাতির চেষ্টার অভিযোগ। ব্যান্ডেল দক্ষিণ নারায়ণপুর এলাকায় জিটি রোড সংলগ্ন এলাকায় রয়েছে ইলেকট্রনিক সামগ্রীর শোরুম। পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে দুটো নাগাদ জিটি রোড ধরে যাওয়ার সময় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন রাতের টহলদারি পুলিশ আধিকারিক সৌরভ দাস। গাড়ির আলোয় সৌরভ দেখেন শোরুমের শাটারের একটা অংশ ভেঙে প্রায় দুফুট তুলে ফেলা হয়েছে।
ঘটনাস্থলে তখন পাঁচ জন ছিলো। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো। পুলিশ দেখা মাত্রই তিনজন শোরুমের পাশের রাস্তা ধরে দৌড় দেয়। একজন আগ্নেয়াস্ত্র তাক করে পুলিশের দিকে। পুলিশ এগিয়ে যেতেই ওই দুষ্কৃতীও দৌড়ে পালানোর চেষ্টা করে। খবর পৌঁছয় স্থানীয় ব্যান্ডেল ফাঁড়ি এবং চুঁচুড়া থানায়।পুলিশ ঘিরে ফেলে এলাকা। তল্লাশি চালিয়ে দুজনকে ধরে ফেলে পুলিশ। জানা যায় ধৃত দুজন হাওড়া জেলার সাকরাইল হিরাপুরের বাসিন্দা সুরজিৎ সদ ওরফে বরকা ও শুভঙ্কর চালতা ওরফে গোপাল।
পুলিশি সূত্রে জানা গেছে, ডাকাত দলে সাত জন ছিলো। মাহিন্দ্রা পিকআপ ভ্যান নিয়ে ওই ডাকাত দল হিরাপুর থেকে ব্যান্ডেল এসেছিল। ঘটনাস্থলের কিছুটা দূরে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলো বাকি দুজন। ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।ধৃতদের মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হেফাজতের আবেদন করে চুঁচুড়া থানার পুলিশ।