এই মুহূর্তে কলকাতা

বেহাল সড়ক নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে ভুরিভুরি অভিযোগ।


কলকাতা, ২২ সেপ্টেম্বর:- বেহাল সড়ক নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসা অভিযোগের নীরসনে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। বর্ষার পরেই পূর্ত দফতর রাজ্যজুড়ে ২ হাজার ২৮২ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু করতে চলেছে বলে জানা গেছে । বোলপুর-কঙ্কালীতলা, চ্যাংড়াবান্ধা-মাথাভাঙা, বাঁকুড়া-তালডাংরা, মগরা-পাণ্ডুয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা এই তালিকায় রয়েছে। এছাড়াও বেশ কিছু সেতু তৈরির কাজ করা হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ৪ হাজার ২০৩ কোটি টাকা খরচ করে ২৬২টি প্রকল্পের কাজ শুরু করা হবে। এছাড়া বেহাল রাস্তা নিয়ে নাগরিকদের অভিয়োগ জানতে পূর্ত দফতরের হেল্পলাইনটি নতুন ভাবে চালু করা হচ্ছে।

বেহাল রাস্তার কথা জানিয়ে পূর্ত দফতরের হেল্পলাইন নম্বরে হোয়াটস অ্যাপ করলে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বেহাল রাস্তার ছবিসহ বিস্তারিত তথ্য জানিয়ে অভিযোগ জানানো যাবে ওই নম্বরে। ১ অক্টোবর থেকে পূর্ত দফতরের হেল্পলাইন নম্বর চালু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে,।রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ত দফতরের তরফে আগেই এই হেল্পলাইন নম্বর চালু করা হলেও দীর্ঘদিন ধরে তা অকেজো রয়েছে। সেই কারণে নতুন করে হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। হেল্পলাইন নম্বরে আসা অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য পূর্ত দফতরের আধিকারিক ও কর্মীদের নিয়ে বিশেষ দল তৈরি করা হচ্ছে। অভিযোগ এলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসনই দ্রুত সেই সমস্যার সমাধান করবে।