এই মুহূর্তে জেলা

ইন্ডিয়া জোটের সমর্থনে ব্যানার হুগলিতে।

হুগলি, ২২ সেপ্টেম্বর:- ইন্ডিয়া জোটের সমর্থনে ব্যানার হুগলির বিভিন্ন জায়গায়। মমতা, অভিষেক, সোনিয়া, রাহুল, অধীর, সেলিম ও সুজনের ছবি দিয়ে ব্যনারে লেখা ইনক্লাব জয় বাংলা। বিজেপিকে হঠাতে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে তাতে। কে এই ব্যানার টাঙিয়ে তার উল্লেখ নেই। কাউকে দেখাও যায়নি। মনে করা হচ্ছে রাতের অন্ধকারে এই ধরনের তৃনমূল সিপিএম কংগ্রেস নেতৃত্বের ছবি দেওয়া ব্যনার টাঙানো হয়। আজ সকালে চোখে পরে সেই ব্যানার।হুগলির চাঁপদানী, ভদ্রেশ্বর, সিঙ্গুর, পোলবা সহ বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ব্যানার চোখে পরে। ধুপগুড়ি উপ নির্বাচনে পরাজয়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সিপিএম ভোট করে তৃনমূলকে জিতিয়ে দিয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই জয় ইন্ডিয়া জোটের।

ইন্ডিয়া জোটের বৈঠকে তৃনমূলের সঙ্গে সিপিএম কংগ্রেস যোগ দেওয়া নিয়ে বিজেপির অভিযোগ ছিল দিল্লীতে দোস্তী আর বাংলায় কুস্তি। এসব মানুষ বোঝে। দিল্লীতে ইন্ডিয়া জোটের বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি তলবে হাজিরা দিতে গিয়েছিলেন। তৃনমূল সেই বৈঠকে কোনো প্রতিনিধি পাঠায়নি। সিপিএম এরও কেউ ছিলেন না। সেই বৈঠকে অভিষেকের চেয়ার ফাঁকা রেখে বিজেপিকে বার্তা দেওয়া হয় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়রানীর বিরুদ্ধে। বাংলায় সিপিএম কংগ্রেস জোট আছে তবে তারা তৃনমূল বিরোধী। বিভিন্ন ইসুতে অধীর চৌধুরী মহঃ সেলিমদের বক্তব্যে তা স্পস্ট। তবে দিল্লী থেকে বিজেপিকে হঠাতে বিজেপি বিরোধী দলগুলো এক ছাতার তলায় এসেছে ইন্ডিয়া নাম নিয়ে। বাংলায় তৃনমূল বিরোধী চালিয়ে যেতে চায় সিপিএম কংগ্রেস। সেখানে দুই বিরোধী শিবিরের নেতাদের ছবি দিয়ে ব্যনার ছাপিয়ে কে কি বার্তা দিতে চাইছে, নাকি এটা নিছকই বিতর্ক তৈরীর উদ্দেশ্যে করা তা স্পস্ট নয় এখনো।