এই মুহূর্তে জেলা

স্কুলের সিসিটিভির ডিভিআর নিয়ে পালালো চোরেরা।



হুগলি, ২৩ সেপ্টেম্বর:- মগরার প্রভাবতী বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরার বাগাটি এলাকায়। শনিবার সকালে স্কুল খোলার পরেই বিষয়টি নজরে আসে। দেখা যায় স্কুলের এক সাইডের একটি গ্রিলের তালা ভেঙে চোরের দল স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষিকার ঘরের দরজার তালা ভেঙে সেই ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বেশ কয়েকটি আলমারি তছনছ করে, প্রধান শিক্ষিকার ঘরে থাকা আলমারি থেকে নগদ দেড় লক্ষ টাকাও নিয়ে নেয় চোরের দল।

পুলিশ যাতে এই ঘটনার কোন হোদিস করতে না পারে সেই জন্য স্কুলের সিসিটিভির ডিভিআর ও তারা যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে চলে যায়। খবর পেয়ে এই ঘটনাস্থলে হাজির মগরা থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ার করা হয়েছে মগরা থানায়। তদন্ত নেমেছে পুলিশ।