এই মুহূর্তে জেলা

আন্দোলনে ল-ক্লার্করা অবরোধ শ্রীরামপুরে।

হুগলি, ২২ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশন পক্ষ থেকে ১৩ দফা দাবিতে শ্রীরামপুরের বটতলার জিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল কর্মীরা।প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে অবরোধ চলে। তবে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা।