হুগলি, ২২ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন বিষয়ে করা নজরদারি থাকে পুলিশ প্রশাসনের। গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে শেওরাফুলী জি আর পি এর উদ্যোগে শ্রীরামপুর স্টেশন থেকে সন্দেহভাজন এক ব্যাক্তিকে তল্লাশি চালাতে গিয়ে ২৫ বোতল বিদেশি মদ সমেত আটক করা হয়। ওই ব্যাক্তির নাম সিভাম ভূঁইয়া, বয়স ৩৫ বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়।
ওই ব্যাক্তিকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে। শেওড়াফুলী জি আর পি এর ও সি প্রদ্যুৎ ঘোষ জানান গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে শ্রীরামপুর স্টেশন থেকে বিহারের ওই বাসিন্দাকে পঁচিশ বোতল বিদেশি মদ সমেত আটক করা হয়।