এই মুহূর্তে জেলা

আন্দোলনে ল’ ক্লার্করা। অবরোধ হাওড়ায়

হাওড়া, ২২ সেপ্টেম্বর:- ল’ ক্লার্করা পথ অবরোধ করলেন হাওড়ায় জেলাশাসকের আবাসনের সামনে। প্রায় ৯ দফা দাবি নিয়ে শুক্রবার দুপুরে হাওড়ায় জেলাশাসক আবাসনের সামনে ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা পথ অবরোধ করেন। তাঁরা প্রায় ৩০ মিনিট ধরে এই বিক্ষোভ চালান। এর জেরে যান চলাচল ব্যাহত হয়।

পরে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গাড়িগুলো বঙ্কিম সেতু হয়ে হাওড়া ময়দানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।