এই মুহূর্তে জেলা

-বিপজ্জনক চীনা মাঞ্জায় গলা কেটে মারাত্মক জখম যুবক।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- ফের বিপজ্জনক চিনা মাঞ্জায় গলা কেটে মারাত্মক জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার সলপে। মঙ্গলবার ওই ঘটনাটি ঘটে। জখম যুবকের নাম অয়ন দাস (২৭)। বাড়ি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সমবায়পল্লিতে। এদিন তিনি হাওড়ার জালান কমপ্লেক্সের দিকে বাইক নিয়ে যাবার সময় বাঁকড়ার কাছে ঘটনাটি ঘটে। আহত যুবককে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।