কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দিতে রাজ্য সরকার শিক্ষণের জন্য প্রযোজনীয় বিভিন্ন সহায়ক উপকরণের বরাদ্দ বাড়িয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই খাতে আগে একটি স্কুলের বাৎসরিক বরাদ্দ ছিল প্রায় ২৫০০টাকা। যা এখন প্রায় পাঁচগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার মান অনেকখানি উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ৩হাজার ৯০০টাকা এবং প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৯ হাজার টাকা বরাদ্দ হয়েছে।সেই টাকায় গ্লোব, ম্যাপ, বল সহ শিক্ষণ সরঞ্জাম কেনা হবে। জানা গিয়েছে, প্লাস্টিকের ফল, সবজি, বিভিন্ন কার্ড, খেলনা, কম্পাস, ঘড়ি ও গ্লোবের মতো প্রায় পঞ্চাশ রকমের সামগ্রী শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। যা ছাত্র ছাত্রীদের প্রাথমিক জ্ঞানের জন্য দরকার। এতদিন সরকারি বরাদ্দে তার সবকিছু কেনা যেত না। এবার সেই অসুবিধা দূর হতে চলেছে।