এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে আক্যাডেমি তৈরি করবে লা লিগা।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে লা লিগা রাজ্যে একটি অ্যাকাডেমি তৈরি করবে। এজন্য আজ রাজ্য সরকারের সঙ্গে লা লিগার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পেনের মাদ্রিদে আজ ইউরোপের অন্যতম ফুটবল লিগ লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা।

এরজন্য রাজ্য সরকার জমির ব্যবস্থা করবে।খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। তখনই এই অ্যাকাডেমি তৈরির জায়গা সহ অন্যান্য খুঁটিনাটি চূড়ান্ত করা হবে।বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, শুধু বাংলা নয়, গোটা ভারতের ফুটবলপ্রেমীদের কাছে এটি বিরাট প্রাপ্তি। স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। লা লিগা সভাপতি তেভাস বলেন, সারা ভারতের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন। তাঁরা এরাজ্যের ফুটবলের উন্নতিতে কাজ করতে চান। সেই লক্ষ্যেই মউ স্বাক্ষর করা হয়েছে।