এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার বোমা, ঘটনাস্থলে বোম স্কোয়াড।

হুগলি, ১৫ সেপ্টেম্বর:- শ্রীরামপুরে রেল লাইনের পাশ থেকে বোমা উদ্ধার। একটি বালতিতে পাঁচটি বোমা রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চন্দনগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। খবর দেওয়া হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। বোম্ব ডিসপোজাল টিম এসে বোমা সহ বালতি সরিয়ে নিয়ে যায়।

হাওড়া বর্ধমান শাখার তিন নম্বর লাইনের পাশে আন্ডারপাশের কাছেই ছিল এই বোমা। তবে ট্রেন চলাচলে কোনো প্রভাব পরেনি। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন ঝোপের পাশে বোমার বালতি রয়েছে খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়।

কি ধরনের বোমা দেখা হচ্ছে, কি উদ্দেশ্যে বোমাগুলো রাখা ছিল তাও খতিয়ে দেখা হবে। বোমা উদ্ধারের খবরে এলাকার বাসিন্দারা এই ঘটনায় যথেষ্ট ভীত হয়ে পরেন।