এই মুহূর্তে জেলা

গঙ্গায় কুমির আতঙ্ক উত্তরপাড়ায়।

হুগলি, ১৫ সেপ্টেম্বর:- কাটোয়া মুর্শিদাবাদে গঙ্গায় কুমির দেখা গেছে সম্প্রতি। হুগলির হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় লম্বাটে একটি প্রাণীকে গঙ্গায় ভাসতে দেখা গেলো শুক্রবার। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাট এলাকায় গঙ্গায় ভেসে থাকতে দেখা যায় একটি লম্বা কাঁটা যুক্ত লেজ ওয়ালা প্রাণীকে।কুমির আতঙ্ক ছড়ায়। ২০২১ সালে ৭ ডিসেম্বর শেওড়াফুলি কালিবাবুর ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করে বন দপ্তর।

তারপর আর হুগলির গঙ্গায় কুমির দর্শন হয়নি। তবে এদিন জলচর চতুষ্পদ প্রাণীটিকে দেখে আতঙ্ক ছড়ায়। ভয়ে শিবতলা শ্মশান ঘাটে স্নান করতে নামতে চায়নি অনেকে। স্থানীয় পুরসভা প্রশাসন থেকে বন দপ্তরকে খবর দেওয়া হয় প্রাণীটি কুমির না ঘরিয়াল তা দেখার জন্য। হুগলির বলাগড়ের চর খয়রামারি এলাকায় এক সময় অনেক ঘরিয়ালের দেখা মিলত।এখন তা বিলুপ্ত প্রায়।