এই মুহূর্তে জেলা

DYFI এর মহামিছিল হাওড়ায়।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবিতে ডিওয়াইএফআই সহ বামপন্থী যুব সংগঠন সমূহের পক্ষ থেকে হাওড়া জেলায় শুক্রবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিবপুর কাজীপাড়া মোড় থেকে ওই মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্কে।

সেখানেই এদিন রয়েছে জনসভা। ১৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা এবং কাজের দিবস। সেই উপলক্ষে হাওড়া জেলা যুব সংগঠনের তরফ থেকে ওই মহামিছিলে ডাক দেওয়া হয়েছে। হাওড়ায় বেশ কয়েক দফা দাবি নিয়ে এই মিছিল হচ্ছে।