এই মুহূর্তে কলকাতা

শুরু হল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের শিশু কিশোর অ্যাকাডেমির উদ্যোগে আজ থেকে কলকাতায় শুরু হল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব। নন্দন চত্বরে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। বিশিষ্ট কবি জয় গোস্বামী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিশু কিশোর অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ সহ বিশিষ্ট জনেরা। অর্পিতা ঘোষ জানিয়েছেন, শিশু কিশোরদের জন্য এধরনের সরকারি বইমেলার উদ্যোগ ওই প্রথম। অ্যাকাডেমির নিজস্ব প্রকাশনা সহ ১৫ টি নামি প্রকাশনা সংস্থা এই বই মেলায় অংশ নিয়েছে।

বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে কলকাতা ও জেলার ২০ টি স্কুলের পড়ুয়ারা। শিশুদের মধ্যে বিজ্ঞান ও বই পড়ার চর্চা বাড়াতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বাংলা সাহিত্যের চর্চা কমছে। বই পড়া বা বই উপহার দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। এই ধরণের কর্মসূচির মাধ্যমে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করা হচ্ছে।