এই মুহূর্তে জেলা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আরামবাগের দেবার্ঘ্য।

আরামবাগ, ৫ মার্চ:- আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আতঙ্কে দিন গুনছে বিশ্ববাসী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্র ছাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনছে ভারত সরকার। এর জন্য চারটি দেশে হেভিওয়েট মন্ত্রী ও আমলাদের পাঠায় ভারত।

ইউক্রেন থেকে ওই চারটি দেশ হয়ে ভারতে ফিরছে ভারতীয় নাগরিকরা। এদিন ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আরামবাগের ছেলে দেবার্ঘ্য পোড়ে। হাসি ফুটলো বাবা মা ও ঠাকুমাসহ আত্নীয় পরিজনের। এই বিষয়ে দেবার্ঘ্য জানান, আমার সাথে পশ্চিমবগের দুই জন আসেন। বাড়ি ফিরে ভালো লাগছে। প্রথম যখন জেনে ছিলাম যুদ্ধ হবে বলে তখন মনে হয়েছিল কিছু হবে না।কিন্তু যুদ্ধ লেগে গেলো।