কলকাতা, ১১ সেপ্টেম্বর:- রাজ্যে ফুটবলের উন্নতিকল্পে স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী কাল স্পেন সফরে যাচ্ছেন। সেখানে পৌঁছে আগামী বৃহস্পতিবার তিনি লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকে বসবেন বলে লিগার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে।
ওই বৈঠকে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও উপস্থিত থাকবেন। দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও বৈঠকে থাকবেন। বিশেষত ওই বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন। জানা গিয়েছে, এই বৈঠকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, সম্প্রতি তিনি পুত্রসন্তানের বাবা হওয়ায় সফরে অংশ নিতে পারছেন না।