এই মুহূর্তে জেলা

ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় শুট আউট টিটাগড়ে।


উঃ২৪পরগনা, ৮ নভেম্বর:- বুধবার ভর সন্ধ্যায় ফের শুটআউট। টিটাগড়ে বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম মহম্মদ হাসান। বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ের উড়নপাড়াতে। মাদক পাচার মামলায় জেলবন্দি ছিল সে। কয়েক মাস আগেই জামিনে মুক্তি পায় জেল থেকে। তার পরই বুধবার ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে নিজের বাড়ির সামনে খুন হন মহম্মদ হাসান। এদিন সন্ধ্যায় তার বাড়ির সামনে মোটরসাইকেল করে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী।

তারা মহম্মদ হাসানকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। তার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যবসায়িক বিবাদ নাকি শুটআউটের নেপথ্যে পুরনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।