কলকাতা, ৬ সেপ্টেম্বর:- পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথমদিনটিকেই এবার থেকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হবে। এই মর্মে একটি প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। একই সঙ্গে রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রাজ্য সঙ্গীত দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানান, এর আগে নবান্নে এই সংক্রান্ত বৈঠকে বেশিরভাগ প্রতিনিধি পয়লা বৈশাখ দিনটিকেই ২০ জুনের পরিবর্তে বাংলা দিবস হিসাবে পালনের পক্ষে মতামত দিয়েছেন। অন্য রাজ্যগুলির প্রতিষ্ঠা দিবস উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালের ২০জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাই হয়নি। ওইদিন অবিভক্ত বাংলার বিধানসভায় একটা প্রস্তাব আসে। কিন্তু সেই প্রস্তাব পরবর্তী ২ মাস কার্যকর হয়নি। এরপরেই বিজেপিরপ নাম না করে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদের সঙ্গে বাংলার মাটির কোনও যোগাযোগ নেই।
পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে হিংসা, দেশভাগের স্মৃতি মুছে দেওয়ার কোনও দিনকে বেছে নেওযা যাবে না। তাঁর ভাষণে এদিন রাজ্যের নাম বাংলা করার বিষয়েও বিরোধীদের তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানেও পঞ্জাব প্রদেশ আছে, আবার ভারতেও আছে পঞ্জাব রাজ্য। সেক্ষেত্র কোনও অসুবিধা হয় না। অথচ বাংলাদেশ একটা দেশ আর বাংলা একটা রাজ্য- এই নিয়ে জলঘোলা করা হচ্ছে। অথচ ওয়েস্ট বেঙ্গল নাম সবার পিছনে আসে বলেই রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব পাশ হয় বিধানসভায়। কিন্তু কেন্দ্রের কাছে তা এখনও পড়ে আছে। মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, এই প্রস্তাবে স্বাক্ষর না করতে রাজ্যপালকে নিষেধ করা হবে। এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রস্তাবে রাজ্যপালের সই বাধ্যতামূলক নয়। রাজ্যপাল সই না করলেও সরকার ওই দিনই পালন করবে। আলোচনার শেষে ১৬৭ – ৬২ ভোটে প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়।