এই মুহূর্তে জেলা

দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে চোর স্লোগান তুলল তৃণমূল কর্মীরা।

হুগলি, ৫ সেপ্টেম্বর:- তৃণমূলের ব্লক সভাপতি তথা নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলল দলের তৃনমুল কর্মীরা। এই নিয়ে সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতের উপসমিতির সঞ্চালক ঘিরে তৃনমুলের গোষ্ঠীদ্বন্ড প্রকাশ্যে এল। যা নিয়ে শাসকদল কে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আজ সিঙ্গুরের নসিবপুর গ্ৰাম পঞ্চায়েতের ৪টি উপ সমিতির সঞ্চালক নির্বাচন হচ্ছে। কিন্ত অভিযোগ, দলের ঠিক করে দেয়া সঞ্চালকের নাম কারচুপি করে নিজের মনের মতো সদস্যকে সঞ্চালক করতে চেয়েছিলেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা নসিবপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান গোবিন্দ ধারা।

সেই কারচুপি ধরা পড়তেই আজ সঞ্চালক নির্বাচনের সময় একাংশ তৃনমুল কর্মীরা জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়েছেন কয়েকশো তৃনমুল কর্মী সমর্থক। চলছে দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েতের উপ প্রধান গোবিন্দ ধারার বিরুদ্ধে চোর স্লোগান। টানটান উত্তেজনায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় চলছে সঞ্চালক নির্বাচন। তবে পঞ্চায়েত উপপ্রধান গোবিন্দ ধাড়া পঞ্চায়েতে আসেনি।