এই মুহূর্তে খেলাধুলা

ফিরছে ইংলিশ প্রিমিয়র লিগ, ঘোষিত নয়া ক্রীড়াসূচি।

স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- করোনা আবহেই বিশ্ব ফুটবলের আরও একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়র লিগ। প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। ওই একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। এই দুই ম্যাচ দিয়ে চালু হবে করোনা পরবর্তী ইপিএল। তবে প্রোটোকল মেনে দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে লিগের অবশিষ্ট ম্যাচগুলি। ব্যক্তিগত অনুশীলন পর্ব পেরিয়ে বুধবার দলগত অনুশীলনের পক্ষে সায় দিয়েছিল প্রিমিয়র লিগের ২০টি ক্লাব। এরপর ২৮ মে অর্থাৎ বৃহস্পতিবার ফের লিগ চালুর বিষয়ে আলোচনার জন্য এবং ব্রডকাস্টিংয়ের বিষয়ে আলোচনার জন্য ফের বৈঠক করে ক্লাবগুলি। সেখানেই ১৭ জুন থেকে লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান হয়।

There is no slider selected or the slider was deleted.

উল্লেখ্য গত ৯ মার্চ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লেস্টার সিটির ৪-০ গোলে জয় দিয়ে স্থগিত হয়েছিল ইপিএল। যদিও লিগ স্থগিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হয় ১৩ মার্চ। অর্থাৎ, তিন মাসেরও বেশি সময় পর পুনরায় চালু হচ্ছে ইংল্যান্ডের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ। করোনার প্রকোপ কিছুটা শিথিল হলে প্রোটোকল মেনে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে অনুশীলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্লাবগুলি। যদিও অনুশীলন চলাকালীন তিনদফা করোনা পরীক্ষায় বিভিন্ন ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ ১২ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।তাদের ৭ দিনের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। এর আগে গত ১৬ মে থেকে প্রথম মেজর সকার লিগ হিসেবে করোনা পরবর্তী সময় চালু হয়েছে বুন্দেসলিগা। সবিকিছু ঠিকঠাক চললে সেভিয়া ডার্বির মধ্যে দিয়ে ১১ জুন শুরু হতে পারে লা লিগা। এছাড়াও লিগ শুরু করার অপেক্ষায় রয়েছে সিরি-‘এ’ কর্তৃপক্ষ।