এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়।

হুগলি, ৫ সেপ্টেম্বর:- আজ ৫ই সেপ্টেম্বর। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৬ তম জন্মদিবস।এই দিনটি শিক্ষক দিবস হিসাবেই সকলের কাছে পরিচিত। শিক্ষক দিবসে এবার বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস উপলক্ষ্যে সেরা বিদ্যালয় ও শিক্ষারত্ন পুরস্কার প্রদানের কথা ঘোষিত হয়েছে। সেই মতো আজ সেরা বিদ্যালয় হিসাবে মনোনীত কামারপুকুর রামকৃষ্ণ মিশনকে পুরস্কৃত করা হয়।

পাশাপাশি শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয় হুগলী কলিজিয়েট স্কুল ও আরামবাগ হাইস্কুলের শিক্ষককে। পাশাপাশি এদিন তরুণের স্বপ্ন প্রকল্পে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ১০০০০টাকা করে প্রদান করা হয়।এবং এদিনের এই মঞ্চ থেকে ৫০ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি, অতিরিক্ত জেলাশাসক সাধারণ নকুলচন্দ্র মাহাত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার,সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্যরা।