এই মুহূর্তে জেলা

করোনার সাহায্যার্থে রিষড়ার গ্রীন ভলেনটিয়ার্সকে নিজের গাড়িদান মিহিরের।


তরুণ মুখোপাধ্যায় , ২০ মে:- করোনার মহামারীতে বিপর্যস্ত সারাদেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মারণ রোগের আক্রমণের শিকার হচ্ছেন। চলছে মৃত্যু-মিছিল। এই অবস্থায় সমাজের বেশ কিছু সাহসী মানবিক মানুষ এই রোগের মোকাবিলায় পথে নেমেছেন। গত একমাস ধরে হুগলির রিষড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কোভিড ক্লাব গঠন করেছেন। নাম দিয়েছেন গ্রীন ভলেন্টিয়ার। প্রায় ৫০ জন উদ্যমী যুবক প্রতিদিন ২৪ ঘন্টা রাতদিন এক করে এই সমস্ত করোনা রোগীদের পাশে থাকছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংগঠনের এক সদস্য মিহির কর্মকার তার নিজস্ব গাড়িটি অ্যাম্বুলেন্স এর বিকল্প হিসেবে কোভিড রোগীদের হসপিটালে পৌঁছবার কাজে লাগাবার জন্য গ্রীন ভলেন্টিয়ারদের হাতে তুলে দিলেন। গ্রীন ভলেন্টিয়ার সংগঠনের পক্ষ থেকে রিষড়া পুরসভার কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, অভিজিৎ দাস

এবং বিশিষ্ট সমাজকর্মী ও আইনজীবী সমীরণ বসু জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রোগের মোকাবিলায় পথে নেমেছেন তা এক কথায় নজিরবিহীন। নির্বাচনের আগে এবং নির্বাচনে জয়ী হবার পর তিনি তার করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আর তাকে যোগ্য সহায়তা করছেন পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ। রিষড়া পৌরসভার পক্ষ থেকেও পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্রর নেতৃত্বে প্রতিটি কো-অর্ডিনেটর এই মহামারিতে প্রশংসনীয় কাজ করে চলেছে। প্রতিদিন পুরসভার চারটি স্বাস্থ্য কেন্দ্র থেকে জনসাধারণকে টিকাকরণ এর কাজ চলছে। সমাজের সব শ্রেণীর মানুষকে দেয়া হচ্ছে মহামারীর প্রতিষেধক ভ্যাকসিন। সঙ্গে সঙ্গে প্রশংসা করতে হয় পুরসভার স্বাস্থ্যকর্মীদের সাফাই কর্মীদের, তারাও এই লড়াইয়ে জীবন বাজি রেখে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।