এই মুহূর্তে জেলা

ছাত্রীদের আত্মসুরক্ষিত করতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কর্মসূচি ‘তেজস্বিনী’।

হুগলি, ১ সেপ্টেম্বর:- ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ দিবস ও হাওড়া পুলিশ কমিশনারেটের ‘রাইজিং ডে’ উপলক্ষে হাওড়ার বেলিলিয়াস পার্ক প্রেক্ষাগৃহে ‘তেজস্বিনী’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করা হলো। হাওড়া পুলিশ কমিশনারেটের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, ‘তেজস্বিনী’ কর্মসূচিতে ছাত্রীরা নিজ আত্মরক্ষা করতে বিশেষ প্রশিক্ষণ পান। এই প্রশিক্ষণকে কেন্দ্র করে বাচ্ছাদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। ১০ দিনের প্রশিক্ষণে বড় পরিবর্তন না হলেও, শিশুদের মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বাড়লে আমরা ফের তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারব। তিনি আরও জানান, কোথাও অবৈধ অস্ত্রের চোরাচালান বাড়লেও সেখানে পুলিশের তৎপরতা ও নিজস্ব নেটওর্য়াক ঠিক থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হয়। এতে অপরাধের সংখ্যা কমে যায়। অপরাধ হতেই পারে, পুলিশ সতর্ক থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সম্প্রতি দক্ষিণ হাওড়া এলাকার মধ্যে সংগঠিত অপরাধমূলক কাজের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ডোমজুড়ের যে হত্যাকান্ড হয় তার তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা ও অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

এছাড়াও আরও কয়েকটি অস্ত্র উদ্ধারের কাজও পুলিশ আধিকারিকরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন বলে তিনি জানান। এদিনের অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অনুর্ধ ১৯ মহিলা ক্রিকেট দলের সদস্যা ঋষিতা বাসু ও এভারেস্ট পর্বত জয়ী পর্বত আরোহী মলয় মুখার্জি। এদিন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একটা পরিধির মধ্যে দেখলে অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে। একটা খুন হয়েছে। সেই কেস ডোমজুড় থানা অত্যন্ত দ্রুত সমাধান করেছে। ১ জন গ্রেফতার হয়েছে। এই মামলায় একটা পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এটা একটা ভাল সফলতা। অপরাধ, অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আমাদের পুলিশ যদি সতর্ক থাকে তাহলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। শেষ ১৫ দিনে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি আমাদের দলের সামর্থের ফল।

কোনও শহর গেটওয়ে হতে পারেনা। শহরে ঢোকার অনেক রাস্তা থাকে। তার মানে এটা নয় যে সেখান দিয়ে অস্ত্র ঢুকবে। তবে কখনও কখনও কোনও দল সক্রিয় হয় এবং তারা কোনও অপরাধ করার পরিকল্পনা করে। তখন অস্ত্র পাচার এবং অপরাধীদের আনাগোনা বেড়ে যায়। আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। এদিন হাওড়া সিটি পুলিশের প্রতিষ্ঠা দিবস এবং পুলিশ দিবস। এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে প্রশিক্ষকরা ভাল করে প্রশিক্ষণ দিচ্ছেন। ১০ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। এই সময়ের মধ্যে যদি শিশুদের শারীরিক সক্ষমতা এবং মানসিক শক্তি বাড়াতে পারা যায় তাহলে তাদের আবার প্রশিক্ষণ দেওয়া যাবে। এতে নিজেদের রক্ষা করতে ওরা সক্ষম হবে। এদিন হাওড়া সিটি পুলিশের রাইজিং ডে উপলক্ষে লিলুয়া থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন মোট ৫২টি মোবাইল ফোন তাদের মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি আব্দুল গফফার, লিলুয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক সঞ্জয় শ্রীবাস্তব ও অন্যান্য আধিকারিকরা।