প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- কাউন্সিলারের প্রচেষ্টায় পৌরপ্রধানের সহযোগিতায় সংস্কার করা হল উর্দু প্রাইমারি স্কুল। চাপদানি পৌরসভার ৪ নং ওয়ার্ড এর ১ নং নুরী লেনে অবস্থিত এই স্কুলের ভগ্নদশা স্কুলটি সংস্কার করতে কাউন্সিলর জাকির হোসেনের অনুরোধ শুনে পৌরসভা থেকে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। অন্যান্য কাউন্সিলরদের সহমতে স্কুলের দ্রুত সংস্কার করা হয়।
সংস্কার হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় স্কুলের উদবোধন করেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলর এবং শিক্ষানুরাগী মানুষ। কাউন্সিলারের প্রশংসা করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ ব্যাপারে বিধায়ক, কাউন্সিলার কি জানিয়েছেন শুনব।