এই মুহূর্তে কলকাতা

বিশিষ্ট নিত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।


কলকাতা, ১৭ জানুয়ারি:- বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ (ব্রিজ মোহন নাথ মিশ্র) এর প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। তিনি গতরাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। এই প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি পদ্মবিভূষণ, কালিদাস সম্মান, সঙ্গীত-নাটক আকাদেমি অ্যাওয়ার্ড, সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিরজু মহারাজের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল। বিরজু মহারাজের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।