হাওড়া, ২৯ আগস্ট:- দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার NIA তদন্তের দাবি তুললেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনার তদন্তভার NIAকে দেওয়া দরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত। হাওড়ায় বলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আরও বলেন, বোম নিয়ে রাজ্যে গবেষণা চলছে। বোমকে শিল্পে পরিণত করে দিয়েছে এই রাজ্য সরকার। অবিলম্বে এদের অ্যাওয়ার্ড দেওয়া দরকার বললেন সিদ্দিকী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, I N D I A জোটকে নিয়ে আমরা ভাবিনা। আমরা ভাবি দেশকে নিয়ে। ওই জোটের মধ্যে এমন কয়েকটা দল আছে যারা নিজ রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে।
সিদ্দিকী আরও বলেন, তোলা পুলিশ একা নেয়না। তার একটা ভাগ পুলিশ মন্ত্রীদেরও দিয়েছে। কিন্তু কোপ পড়লো পুলিশের ঘাড়ে। NIA তদন্তে এলে কোথা কোথা থেকে টাকা যেত সব বেরিয়ে পড়বে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ আয়োজিত এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাওড়ার বাঁকড়া নয়াবাজে। ওই শিবিরে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সেখানে বলেন, পশ্চিমবঙ্গ দিবস হওয়া দরকার। কিন্তু যে ডেটটা বলা হচ্ছে তা নিয়ে আমি সহমত নই। সকলের সঙ্গে আলোচনা করে এটা করা উচিত। বিল পাস করিয়ে নিয়ে মানুষের উপর চাপিয়ে দেওয়া অনুচিত কাজ বলে আমি মনে করি।