এই মুহূর্তে জেলা

বিদ্যুৎজনিত দুর্ঘটনা ঠেকাতে ময়দানে পুলিশ ও সিএসসিই।

হুগলি, ২৯ আগস্ট:- বর্ষার সময় বৃষ্টির জমা জল থেকে বিদ্যুৎপৃষ্টের মতো দুর্ঘটনা মোকাবিলায় সচেতনার বার্তা দিল পুলিশ ও সিইএসসি।মঙ্গলবার শ্রীরামপুর থানা এলাকায় ভ্রাম্যমাণ গাড়ি টিন বাজার, বেল্টিং বাজার ও শ্রীরামপুর বটতলা চত্বরে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করা হয়।

শ্রীরামপুর থানার সামনে থেকে ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনা করেন শ্রীরামপুর থানার পুলিশ কর্মী সৌমেন নাথ ও বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিক মানস কুমার দে।