এই মুহূর্তে কলকাতা

আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে ইডির তল্লাশি শুধুই প্রতিহিংসার, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ মার্চ:- রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- র তল্লাশি অভিযান স্রেফ প্রতিহিংসার রাজনীতি বলে মন্ত্ব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন মেঘালয়ের ফলাফল দেখে নিশ্চিত হয়েই ইডি আইনজীবী সঞ্জয় বসুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। তাঁর কথায়, “ওঁরা গতকাল সঞ্জয়ের বাড়িতে ঢুকেছিল।

আজ মেঘালয়ে ফল ঘোষণা পর্যন্ত ছিল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, সঞ্জয় যদি কারও হয়ে মামলা লড়ে তাহলে তার থেকে টাকা নিতেই পারে। সেটা ওঁর গণতান্ত্রিক অধিকার। একটা মামলায় ও টাকা ফেরতও দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা নিছকই প্রতিহিংসার রাজনীতি। ইডি দিয়ে, সিবিআই দিয়ে বিজেপি সরকার সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। সাংবাধানিক প্রতিষ্ঠানও ওদের হস্তক্ষেপ থেকে মুক্ত নয়।