এই মুহূর্তে জেলা

২৫০বর্গ ফুটের ঘরে থেকেই কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের!

হুগলি, ২৮ আগস্ট:- দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের, সে হরপা বানই হোক, বা পাহাড়ের ধ্বসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত জাহাজ থেকে মানুষকে উদ্ধার করা। আর এসবের জন্যেই চাই প্রকৃত ট্রেনিং, আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের তথা বাংলার তথা উত্তরপাড়ার থেকে কমন ওয়েলথ গেমসে অংশ গ্রহন করার দুর্লভ সুযোগ। সারা ভারতে থেকে মাত্র ১২জনই যোগ্যতা অর্জন করেছে এই প্রতিযোগিতায় নামার, তার মধ্যে আবার পশ্চিম বাংলার মাত্রই দুজন অনিল ছাড়া কলকাতার আরো একজন। আগামি ১৩ই সেপ্টেম্বর কানাডা তে হবে সেই প্রতিযোগীতা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে খেলা ধুলার কৃতী দের সঙ্গে দারিদ্রের এক অদ্ভুত সহাবস্থান আছে, আর অনিল ও তার ব্যাতিক্রম নয়।

দাদা সুনীল সামান্য মাইনের চাকরি করেও ভাই কে কমনওয়েলথ গেমসে পাঠাতে মরিয়া চেষ্টা করে রোজ সকাল সন্ধ্যায় ছুটে বেড়াচ্ছেন সাহায্যের জন্য। কেননা ভাই কে কানাডা পাঠাতে প্রায় দু লাখ আঠান্ন হাজার টাকা খরচ, কোথা থেকে আসবে এত টাকা? কে দেবে? সরকারি কোনও সাহায্য কি পাওয়া যাবে আদৌ? উত্তর জানা নেই কারো!কিন্তু ছোট্ট ঘরের ততোধিক ছোট্ট বেঞ্চি তে শুয়ে স্বপ্ন দেখে চলেছে উত্তরপাড়ার অনিল এই প্রতিযোগিতায় জিতে স্বর্ণ পদক জিতে গোটা পৃথবীর সামনে তিরঙ্গা কাঁধে নিয়ে ছুটে চলেছে সে, পিছনে কোটি কোটি ভারতীয়র সমস্বর চিৎকার “ইন্ডিয়া” “ইন্ডিয়া”ফাইট অনিল ফাইট!!