হুগলি, ২৪ আগস্ট:- পথ নিরাপত্তা ও সচেতনতার জন্য ট্যাবলো নিয়ে বাইক র্যালি। গাড়ি চালক ও পরিবহন কর্মিদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হল ভদ্রেশ্বর বিঘাটিতে। চুঁচুড়ায় হুগলি জেলা শাসক দপ্তরের সামনে থেকে জেলা শাসক পি দীপাপ প্রিয়া বাইক র্যালি ও ট্যাবলোর সূচনা করেন। জেলা শাসক বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার পুলিশের পক্ষ থেকে সারা বছরই চলে। এই সময় আলাদা করে পথ নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। জেলা প্রশাসন পরিবহন দপ্তর থেকে। মূলত পরিবহন কর্মি যারা গাড়ি চালান তাদের চোখ ঠিক থাকা প্রয়োজন।
তাদের সুগার প্রেসারও নিয়ন্ত্রনে কিনা তা দেখে নেওয়া দরকার। তাই তাদের স্বাস্থ্য ও চোক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা। প্রায় আড়াইশো জন পরিবহন কর্মির স্বাস্থ্য পরীক্ষা হয় এদিন। প্রতিমাসে পথ নিরাপত্তা নিয়ে বৈঠক করা হয় সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নিয়ে। রাস্তা কোথাও খারাপ কিনা ব্রীজ গুলোর কি অবস্থা তা নিয়ে যেমন আলোচনা হয়। তেমনি বাইক চালানোর সময় হোলমেট পরা, সিট বেল্ট বেঁধে গাড়ি চালানোর কথা বলা হয়। হুগলি জেলা এআরটিও সুদীপ্ত মজুমদার বলেন, পথ নিরাপত্তার অঙ্গ হিসাবে আজকের কর্মসূচীর ফ্ল্যাগ অফ করে সূচনা করেন জেলা শাসক। র্যালি ভদ্রেশ্বরে যাওয়ার পর পরিবহন কর্মিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।