এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে গাছের ডাল ভেঙে বিপত্তি! বাঁচলেন মাছ বিক্রেতা।


হুগলি, ২৪ আগস্ট:- বর্ষার মরসুমে নিন্মচাপের বৃষ্টির জেরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ। বরাত জোড়ে রক্ষা পেলেন মাছ বিক্রেতা।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজা এ এল গোস্বামী স্ট্রীটে।গাছের ডাল ভেঙে বিদ্যুতের তাড়ে ছিড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে গাছের ডাল কেটে দেয়।

গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে গাছের ডাল ভেঙে পড়ায় সমস্যায় পড়েন বাসিন্দারা। মাছ বিক্রেতা সুভাষ রায় বলেন, মাছ বিক্রি করছিলাম। দোকানে ক্রেতারা ছিল। আচমকা গাছের মোটা ডাল ভেঙে পড়তেই আমি সড়ে যাই। অল্পের জন্য রক্ষা পেয়েছি। স্থানীয় কাউন্সিলর কে খবর দেওয়া হয়েছে।