প্রদীপ বসু, ১৯ আগস্ট:- পকসো কেসের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ নির্দেশ দিল চন্দননগর মহাকুমা আদালত।ঘটনা প্রসঙ্গে জানা যায় ১২ ১১ ২০১৯ তারিখে চন্দননগর কলুপুকুর চৌমাথা এলাকায় একটি চার বছরের মেয়ে রাস্তার পাশে খেলছিল। ওই সময় বংশী সাউ এর ছেলে ৪৮ বছরের অমৃত সাউ শিশুটিকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে।
এরপর মেয়েটির পরিবারের লোকজন এই খবর পেয়ে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।কেস নাম্বার ১৮৯/৯০,৩৯৬/এবি/৪পি এক্টে মামলা রুজু হয়।আজ শনিবার চন্দননগর আদালত এই মামলার বিচারে অমৃতকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল।এব্যাপারে সরকারি আইনজীবি অন্নপূর্ণা চক্রবর্তী বিস্তারিত তথ্য তুলে ধরলেন।