এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে গঙ্গাসাগরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ।


কলকাতা, ১৪ নভেম্বর:- আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে রাজ্য সরকার কলকাতা থেকে সাগরের মধ্যে সপ্তাহে পাঁচদিন হেলিকপ্টার পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে। এজন্য গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগে কলকাতা ও গঙ্গা সাগরের মধ্যে সপ্তাহে দুদিন করে হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। এবার তা বাড়ানো হচ্ছে। কোভিড বিধি নিষেধের কারণে দুবছর গঙ্গাসাগর মেলায় জনসমাগম কম ছিল। আগামী বছর ৫০ লক্ষ জনসমাগমের প্রস্তুতি রাখা হচ্ছে। ২০২৩-এর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাসাগর মেলার আগেই এই হেলিকপ্টার পরিষেবা চালু করার উপর নজর রয়েছে প্রশাসনের। আগে গঙ্গাসাগরে বুধবার থেকে রবিবার হেলিকপ্টার পরিষেবা সচল ছিল, এবারে সাগরমেলা উপলক্ষ্যে সপ্তাহে ৫ দিনই যাতে হেলিকপ্টার পরিষেবা চালু রাখা যায়, সেই দিকেই নজর রয়েছে প্রশাসনের।

জানা গিয়েছে, এক সঙ্গে ১০ থেকে ১২ জন পুর্ণ্যার্থী নিয়ে যাতায়াত করতে পারে এই হেলিকপ্টার। সাধারণ মানুষের কথা ভেবে হেলিকপ্টারের টিকিটের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই রাখার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গঙ্গাসাগরে যাতায়াত অনেকটা সুগম হয়েছে। ২০১১ সালের পর লট ৮-এ যাওয়ার জন্য তৈরি হয়েছে চওড়া রাস্তা, পাশাপাশি হাতানিয়া-দেওয়ানিয়া নদীতে ড্রেজিং করা হয়েছে, কচুবেড়িয়া থেকে মেলার মাঠ পর্যন্ত চওড়া রাস্তা তৈরি হয়েছে। বর্তমানে যথার্থ পরিবহন ব্যবস্থা থাকায়, সাগরমেলার যাওয়ার সময় আর অসুবিধা পোহাতে হয় না পুর্ণ্যার্থীদের। প্রশাসনের আশা, হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ, বেহালা ফ্লাইং ক্লাব থেকে গঙ্গাসাগর পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা এবারের মেলায় পুর্ণ্যার্থীদের বিশেষ আকর্ষণ হতে পারে।