হুগলি, ১৬ আগস্ট:- দুটি পৃথক মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার চুঁচুড়া আদালতে এসে জামিন নেন বিজেপি সাংসদ। গত ২০১৯ দাদপুর থানায় ও ২০২০ সালে চুঁচুড়া চদালতে দুটি মামলা হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। ২০১৯ সালে দাদপুরে একটি ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪১ ধারায় মামলা হয় দাদপুরে।২০২০ সালে ভারতীয় দন্ডবিধির ৫০০, ৫০৫ ধারায় মানহানি ও উস্কানিমূলক মন্তব্যর মামলা করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
বুধবার চুঁচুড়া আদালতের দুজন পৃথক ম্যাজিস্ট্রেটের এর কাছে হাজির হয়ে জামিন নেন সাংসদ। লকেট চট্টোপাধ্যায় বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। তৃনমূল এসব করে কিছু করতে পারবে না। অনেকে ভয়ে চুপ করে থাকে আমরা জনপ্রতিনিধি মানুষের কথা বলি। অনেক কিছু আছে যেগুলো নিয়ে ওরা বড় বড় কথা বলে সেগুলো সামনে আনলেই মানানির মামলা করে। সত্যি কথা বলার জন্য যত এরকম মামলা করবে তত বেশি করে সত্যি কথা বলতে পারব।