এই মুহূর্তে জেলা

মায়ের আত্মার শান্তি কামনায় গরীব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ট্রাফিক পুলিশ গার্ডের আইসি।

 

হাওড়া, ৫ এপ্রিল:- রাস্তায় ঘুরে ঘুরে রোদে শরীর পুড়িয়ে অতন্দ্র প্রহরীর মতো ওরা আমাদের সুরক্ষা দেন। কোনও পথচারী বিপজ্জনকভাবে কখনও রাস্তা পারাপার করলে ওরাই আবার সাবধান করেন। কখনও আবার পথ দুর্ঘটনায় মানুষকে সচেতন করতে ওদের পথে নামতে দেখা যায়। ওরা ট্রাফিক পুলিশ। গাড়ির যাত্রীদের এবং পথচারীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তারাও চান করোনার এই বিপদের সময় গরীব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যের অভাব মেটাতে। সেই বার্তা নিয়ে হাওড়ার শিবপুরে রবিবার সকালে হাওড়া ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকদিন আগেই জয়ন্তবাবুর মাতৃবিয়োগ হয়। পারলৌকিক ক্রিয়ার কাজও সম্পন্ন হয়। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সেই অনুষ্ঠান কাটছাঁট করে দেন তিনি। তখনই স্থির করেছিলেন সেই টাকায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে অন্ন তুলে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। রবিবার তিনি শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন হাওড়া ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহ। রবিবার সকালে তিনি শিবপুর ট্রাফিক গার্ডের অফিসের সামনে কয়েকশো দুস্থ, অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি বলেন,এই দুঃসময়ে সাধারণ মানুষের মধ্যে কিছু খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে তৃপ্তি পেলাম।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.