এই মুহূর্তে কলকাতা

উঠতি ব্যবসায়ীদের মূলধন জোগাতে উদ্যোগি রাজ্য।

কলকাতা, ১১ আগস্ট:- উঠতি ব্যবসায়ীদের মূলধন জোগাতে রাজ্য সরকার ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। ১০ হাজারের বেশি ক্রেডিট কার্ড প্রাপককে বিভিন্ন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে বলে নবান্নে সরকারি সূত্রে জানা গেছে। আগামী ২৩ আগস্ট কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ‌্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উঠতি ব‌্যবসায়ীদের হাতে এই ভবিষ‌্যত ক্রেডিট কার্ড তুলে দেবেন। সেখানেই ব‌্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক সহায়তার কথাও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে। ছোট শিল্পের প্রসারে রাজ্য সরকারে ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। গ্রাম থেকে শহর, সর্বত্র সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচদিন এই ক্যাম্প বসছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি। ব্যবসায় ঝোঁক থাকা বেকার যুবক, যুবতীদের আর্থিক সাহায্য করা হচ্ছে এই শিল্পের সমাধানে ক্যাম্পে। নবান্ন সূত্রের খবর, এই কর্মসূচি শেষে রাজ্য স্তরের অনুষ্ঠান ২৩ আগস্ট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের প্রাপকদের হাতে কার্ড ও ঋণের অনুমোদন পত্র তুলে দেওয়ার কথা ভাবছে নবান্ন। এপর্যন্ত ক্রেডিট কার্ডের জন্য আবেদন জমা পড়ে ৩১ হাজার ৬৯১টি। নবান্নের দাবি, ১৮ তারিখের মধ্যে ভবিষ‌্যৎ ক্রেডিট কার্ডে আবেদনকারীর সংখ‌্যা দ্বিগুণ হয়ে যাবে। ইতিমধ্যেই ব‌্যাঙ্কগুলির সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে অর্থ দফতর। যাতে ব্যবসায়ীরা হাতেনাতে ঋণ পেতে পারেন।