মহেশ্বর চক্রবর্তী, ৪ নভেম্বর:- করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে একদিকে প্রশাসন যেমন কঠোর পদক্ষেপ গ্রহন করছে তেমনি সচেতনতা মুলক প্রচারও চলছে। এদিন ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে অভিনব উদ্যোগ গ্রহন করলো যাদবপুরে যুবক ত্রিনাঙ্কুর পাল। সাইকেলে করে করোনা ভাইরাসের মডেল সেজে সারা পশ্চিমবঙ্গ ঘুরে সচেতনতা মুলক প্রচার করার শপথ নেয় সে। ইতিমধ্যেই ত্রিনাঙ্কুর রাজ্যের দশটি জেলা ঘুরে ফেলেছে। এদিন সাইকেলে করে আরামবাগ শহরে উপস্থিত হয় সে। জানা গেছে চন্দ্রকোনা থানার যাদবপুর এলাকা থেকে সাইকেলে করে রাজ্যের বিভিন্ন জেলায় করোনা নিয়ে প্রচার করে বেড়াচ্ছে সে। এদিন করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় আরামবাগে সাইকেলে করে আরামবাগ এসে পৌঁছালেন ত্রিনানকুর পাল এবং আরামবাগে বিভিন্ন জায়গায় এলাকার মানুষকে মাক্স পড়ার জন্য বার্তা দেন।
হাসপাতাল থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায় পথ চলতি মানুষকে মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য বর্তমানে করোনা ভাইরাসে প্রকোপ দেশজুড়ে আবারও বাড়তে থাকে। করোনার গ্রাফ ক্রমশ উর্ধমুখি। বিশেষ করে রাজ্যে উৎসবের মরসুমে করোনা যাতে বেড়ে না যায় সেই জন্য প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থা ও নিজ উদ্যোগেও চলছে করোনা নিয়ে সচেতনতা মুলক প্রচার।এই বিষয়ে ত্রিনাঙ্কুর পাল আমি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে করোনা নিয়ে সচেতন করি। যাতে সাধারণ মানুষ মাক্স ও সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে। করোনা ভাইরাস প্রতিহত করতে হলে সকল মানুষকে সরকারি স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। করোনাকে আমরা জয় করতেই হবে। তবেই আগামী ভবিষ্যৎ বাঁচবে। পৃথিবী সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে। সব মিলিয়ে ত্রিনাঙ্কুরের এই মানব কল্যানে করোনা নিয়ে সচেতনতা মুলক প্রচারকে প্রশংসা করে এলাকার মানুষ।