এই মুহূর্তে কলকাতা

লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে ১৮ই আগস্ট নির্বাচন কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।


কলকাতা, ১০ আগস্ট:- আগামী লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৮ ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের আট সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। ১৯ অগস্ট প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেনআগামী লোকসভা ভোটে এরাজ্যের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ ব্যাস। ভোটার তালিকা থেকে ভোটার পরিচয় পত্র, ইভিএম সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হবে। বৈঠকের আগে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন।এদিকে ২০২৪ এর লোকসভা ভোটে ইভিএমের বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবিতে বিরোধীদের আন্দোলনের প্রস্তুতির মধ্যেই বৈদ্যুতীন ভোটযন্ত্র নিয়ে তত্পরতা শুরু করেছে নির্বাচন কমিশন।

সারা দেশের সঙ্গে এরাজ্যেও ১ অগাস্ট থেকে ইভিএম এর ফাস্ট লেভেল চেকিং এর কাজ শুরু হয়েছে। যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই কালিংম্পয়ে ইভিএম ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৩০ হাজার ইভিএম রয়েছে। এগুলির কার্যকারিতা খতিয়ে দেখতেই এই প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আগামী লোকসভা ভোটের জন্য ৩০ হাজার নতুন ইভিএম হায়দ্রাবাদ থেকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। নতুন ইভিএমের অ্যাকসেপ্টেন্স টেস্ট করা হবে। তারপরেই এই ইভিএম গুলির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রে INDIA জোটের তৃতীয় বৈঠকে ইভিএম নয়, ব্যালটে ভোটের দাবিতেই আলোচনা করতে চান INDIA জোটের প্রতিনিধিরা। ইভিএম এর যান্ত্রিক ত্রুটি নিয়ে এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে ইভিএম হ্যাকের বিষয়টিকে সামনে রেখে ব্যালট পেপারে ভোটের দাবিতে এবার সুর চড়াবে INDIA শিবির।