এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ , দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধে স্থানীয়রা।

হুগলি , ৬ আগস্ট:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ হরিংখোলা এলাকায়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু এক তৃণমূল কর্মী , আহত ৪ জন বলে জানা যাচ্ছে । পুলিশকে এলাকায় ঢুকতে বাধা । ঘটনাস্থলে আরামবাগ থানার আইসি এসডিপিও। এলাকায় ব্যাপক বোমাবাজি মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয় বলে অভিযোগ স্থানীয়দের । তাজপুর এলাকায় ঢুকে তাণ্ডব চালায় তার সাথে বোমাবাজি গুলি চলে এলাকায়। বোমার আঘাতে একজনের মৃত্যু হয়েছে । চার জন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি ।

বাকি আহতদের উদ্ধার করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছা য়। মৃত ব্যক্তির নাম ইসরাইল খান ওরফে চন্দন। হরিংখোলা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। এলাকায় চলে গুলি বলেও অভিযোহ । আতঙ্ক ছড়ায় এলাকায় , ঘটনার জেরে গোটা হরিংখোলা বাজার চত্বরে দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা । মুহুর্তের মধ্যে শুনশান রাস্তা ঘাট ।পুলিশ টহন দিচ্ছে এলাকায় । মৃত ব্যক্তি পঞ্চায়েত প্রধান লালটু খানের অনুগামী বলে জানা যায় । অভিযোগের তীর শেখ তাইবুল গোষ্ঠীর দিকে । স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিনের তাদের এই লড়াই চলে আসছে । খুনিদের গ্রেফতার করতে হবে এই দাবিতে আরামবাগ – তারকেশ্বর রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ।