এই মুহূর্তে কলকাতা

৫ই সেপ্টেম্বর উপনির্বাচন, ঘোষণা কমিশনের।

কলকাতা, ৮ আগস্ট:- নির্বাচন কমিশন রাজ্যের সদ্যশুন্য হওয়া ধুপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে তপশিলি জাতি সংরক্ষিত ওই আসনটিতে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। নির্বাচন কমিশন আজ অন্য রাজ্যের ছটি বিধানসভা আসনের সঙ্গে সঙ্গে ধুপগুড়ি আসনে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন ঘোষণা করেছে। উপনির্বাচনের জন্য ১০ আগস্ট থেকে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ আগস্ট। ১৮ ই আগস্ট জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ আগস্ট। ভোট নেওয়া হবে ৫ সেপ্টেম্বর।

৮ সেপ্টেম্বর ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় গত ২৫ জুলাই বিধানসভা অধিবেশন চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদ। কিন্তু ২৩ তারিখ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬১ বছর। ২০২১ সালে প্রথম বার ভোটে জেতেন বিষ্ণুপদ। হারান তৃণমূল প্রার্থী মিতালি রায়কে। সেই প্রথম ধূপগুড়িতে কোনও বিজেপি প্রার্থীর জয়লাভ।