বীরভূম ৮ আগস্ট:- ২২ শে শ্রাবণ প্রয়াণ দিবসে সকাল থেকেই বিশ্বকবিকে স্মরণ বিশ্বভারতীতে। কবির ‘প্রাণের আরাম’ শান্তিনিকেতন। প্রতি বছরের মত বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়ারা ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক করেন৷ পরে উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্র সঙ্গীতের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়। উপাসনা শেষে রবীন্দ্রভবনের উদয়ন বাড়িতে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃক্ষরোপণ, হলকর্ষণ, বক্তিতা প্রভৃতি সহ রবীন্দ্র সপ্তাহ উদযাপিত হবে।
