এই মুহূর্তে জেলা

উলুবেরিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কানাইপুরের বিশ্বজিতের।

হুগলি, ৮ আগস্ট:- পেটের টানে গাড়ি নিয়ে ভাড়া যাওয়াই কাল হলো কানাইপুর এর বাসিন্দা বিশ্বজিৎ দাস (৩১) এর। এক বছর আগেই মৃত্যু হয়েছে বাবার। আর বাবার মৃত্যুর একবছরের মধ্যেই চলে গেলো ছেলে। সদ্য তিন মাস হয়েছে বিয়ে হয়েছে। স্ত্রীকে শেষ ফোন তাড়াতাড়ি বাড়ি ফিরব কিন্তু বাড়ি আর ফেরা হলো না বিশ্বজিৎ এর। উলবেরিয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান বিশ্বজিৎ। খবর পেয়েই শোকের ছায়া নেবে আসে এলাকায়। আর পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের এভাবে মৃত্যুতে অন্ধকার নেবে এসেছে পরিবারের।

মেদিনীপুর থেকে ফেরার সময় গাড়িতে যাত্রী নিয়েই দুর্ঘটনায় পড়ে বিশ্বজিৎ এর গাড়ি। তাতেই প্রাণ হারান কানাইপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ। পরিবারের আর্তি এক বোনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে মা ও স্ত্রী।তাই তাদের জন্য সরকার কিছু একটা ব্যাবস্থা করুক এটাই আর্তি পরিবার থেকে এলাকার বাসিন্দাদের। এই ঘটনায় কানাইপুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান আচ্ছেলাল যাদব বলেন তিনি সরকারের কাছে লিখিত জানাবেন যদি এই পরিবারকে সাহায্য করা যায়। এভাবে কম বয়সে মৃত্যু সত্যি খুব দুর্ভাগ্যজনক।