কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- Cgo কমপ্লেক্স থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষকে। ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ। দুপুর ২:৩০ টের পরই শুনানি রয়েছে। এবং তাকে জুডিসিয়াল কাস্টডিতে পাঠানোর জন্য ইডির তরফ থেকে আবেদন জানানো হবে, বিচারকের কাছে। তার কারণ, তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
তার ফ্ল্যাট থেকে ২০২২ এর যে টেট সেই টেট এর OMR শিটের কপি পাওয়া গেছে। এছাড়াও ১৪ দিন কুন্তলকে নিজেদের হেফাজতে নিয়ে, ইডির আধিকারিকরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন। সেই সমস্ত ডকুমেন্টসকে ঢাল করেই আদালতে জামিনের তীব্র বিরোধিতা করতে পারেন, ইডি।